সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ থেকে


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ০৩:২২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:৩৬

ছবি- সংগৃহীত

কোভিড-১৯ বা করোনা মহামারীর কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা।

মঙ্গলবার ৯ মার্চ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

সভায় যোগ দেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএম/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top