শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ভারত সফরে গেলেন আওয়ামী লীগের পাঁচ নেতা


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৩ ০১:১২

আপডেট:
১০ মে ২০২৫ ২২:৫৬

ছবি সংগৃহিত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে চার দিনের সফরে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

রোববার বিকেল ৫টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, প্রতিনিধি দলটি দেশে ফিরবে আগামী বুধবার (৯ আগস্ট)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top