রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩ ১২:২৭

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৩:১৭

ছবি-সংগৃহীত

পদত্যাগপত্র জমা দেওয়া টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র কার্যকর হয়েছে। একইসঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও কার্যকর করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে তাদের পদত্যাগ কার্যকর করা হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ৪৮ জন। তাদের মধ্যে ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী আছেন। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে ২০ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন তারা। এর ফলে বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য ৪৫ জন।

এছাড়া একই দিন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন– প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। আজ তাদের পদত্যাগপত্রও কার্যকর করা হয়।

সরকারের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top