সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


খুলনা জেলা বিএনপির সদস্য সচিবসহ ৩০ নেতাকর্মী কারাগারে


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৪ ১৮:৪৩

আপডেট:
৬ মে ২০২৪ ০৩:৪৪

ছবি- সংগৃহীত

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে খুলনার রূপসা থানার মামলা ও পাইকগাছা থানার মামলায় ৩০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে পাঠানোর আদেশ দেন বিচারক।

বুধবার (২৪ এপ্রিল) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা সাইফুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, ২নং শ্রীফেলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাহাবুদ্দিন ইজাদার, ৫ নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম পাইক, ১ নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন তালুকদার, মো. লায়েকুজ্জামান লাকু, ১ নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. কামাল উদ্দিন, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসন, রূপসা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. খালিদ লস্কার, পূর্ব রূপসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া, পূর্ব রূপসা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম রনি, মো. আলমগীর শেখ, পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী, পাইকগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল গাজী, মো. ফারুক হোসেন, আমিনুল মল্লিক, মো. শিহাব সরদার, বাদশাহ সরকার, মো. আল আমিন শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রূপসা থানায় দায়ের করা মামলায় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলামকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top