ছয় দিনের মাথায় ফের হাসপাতালে খালেদা জিয়া
প্রকাশিত:
৮ জুলাই ২০২৪ ১১:৪৬
আপডেট:
১৩ নভেম্বর ২০২৪ ২২:২৪
বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটের দিকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ভোর সোয়া ৪টার দিকে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন কেবিনে চিকিৎসাধীন আছেন।”
এর আগে, গত ২২ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গত ২ জুলাই বিকেলে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচারও করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: