শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১


‘দেড় মাসে হাসিনাকে হটিয়েছে—যারা ভাবে তারা বোকার স্বর্গে আছে’


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৬:২৩

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৬

ছবি সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছে। জেল খেটেছে হাজার হাজার মানুষ। এক দেড় মাসে হাসিনার সরকার হাটিয়েছি—এটা কেউ মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি বলেন, আমাদের এই অর্জন কারো একার না। দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে হটিয়েছে। এই অর্জন অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করে দেশের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক ও ভোটদানের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়াই করছে বিএনপি।

বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে জেলা বিএনপির উদ্যোগে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আরেকটি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top