করোনায় আক্রান্ত বিএনপি নেতা নজরুল ইসলাম খান
 প্রকাশিত: 
 ১ ডিসেম্বর ২০২০ ১০:২৩
 আপডেট:
 ১ ডিসেম্বর ২০২০ ১৮:২২
                                বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় তার (নজরুল ইসলাম খান) করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বিএনপির সিনিয়র এই নেতাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির করা হয়েছে।
শায়রুল কবির আরও জানান, বিএনপির ভাইস-চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ অ্যাপোলো হাসপাতালের সিসিইউ'তে আছেন। সোমবার সন্ধ্যায় তার অবনতি হওয়ার ফলে তাকে ভেন্টিলেশন দিতে হয়েছে। উভয় নেতার সুস্থতা কামনা করে দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তাদের পরিবার।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: