শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


মাইলস্টোন ট্র্যাজেডিতে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে : গয়েশ্বর


প্রকাশিত:
২৫ জুলাই ২০২৫ ১৯:৩৩

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ১৩:১৬

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

শুক্রবার (২৫ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গয়েশ্বর।

এসময় নিহত আনিকার বাবা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গয়েশ্বর রায় তাকে সহমর্মিতা ও সান্ত্বনা জানান।

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটে তারা দায় এড়াতে পারছেন। তবে নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকটও সৃষ্টি হবে।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top