এনসিপির সমাবেশ শুরু
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১৭:৩৪
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৯:৫৬

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশটি শুরু হয়। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি।
এদিকে, দুপুর থেকে এনসিপির সমাবেশস্থলে আসতে থাকে দলটির নেতাকর্মীরা। সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা।
সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন গণমাধ্যমে বলেন, গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।
এনসিপির এ সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: