সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৭:১৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২০

ছবি ‍সংগৃহিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা রোববার তিনটি রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী ও এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশ নেবে। কিন্তু আজকে প্রেস উইংয়ের এক বার্তায় বিএনপির সময় পরিবর্তন করার বিষয়টি জানানো হয়। বিএনপি সন্ধ্যা ৭টায় বৈঠকে অংশ নেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top