শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


ছাত্র সংসদ নির্বাচন আমাদের বড় অর্জন: নাহিদ ইসলাম


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া আমাদের বড় একটি অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণঅভ্যুত্থানের পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি এনসিপিই তোলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যে ভূমিকা রেখেছে, তার যথাযথ মর্যাদা দিতে শিক্ষার্থীদের নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা জরুরি। তাই অন্তর্বর্তী সরকারের সময় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি আমাদের অর্জন হিসেবেই দেখতে হবে।

প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো থেকে শক্তিশালী ছাত্র নেতৃত্ব উঠে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেল আশানুরূপ ফল করতে পারেনি; বিষয়টিকে আত্মসমালোচনার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত এক বছরে সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নানা অস্থিরতা ও বাস্তবতার কারণে সাংগঠনিক শক্তি অর্জন করা সম্ভব হয়নি। গণঅভ্যুত্থানের দায়ভার আমাদের ওপর এসেছিল। তাই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। যাতে ভবিষ্যতে একই ভুল না হয়।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয় গণঅভ্যুত্থানের পর এক বছর পূর্ণ হয়েছে। এই সময়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। তাই নিজেদের কর্মপন্থা নির্ধারণ, আত্মসমালোচনা ও আত্মমূল্যায়নের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাই এখন প্রধান করণীয়।

সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top