বুধবার, ৩রা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২


জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে : মির্জা আব্বাস


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২০

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’

তিনি বলেন, ‘কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না, যদিও মুসলমানদের লেবাস আছে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছেএরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেননা দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেনএরা কত বড় ধান্দাবাজ।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে একেবারে বোকা নয়এভাবে ধোঁকা দেওয়ার যাবে না

সময় দোয়া চান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানদলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top