শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ফের পেছাল খালেদা জিয়ার ১১ মামলার শুনানি


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:০৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৯:১০

 ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ২৩ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কেএম আছাদুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

এ দিন মামলার চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী দিন নির্ধারণ করেন। খালেদা জিয়া এসব মামলায় জামিনে আছেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে এসব মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top