আল্লাহ ছাড়া অন্য উপাস্য মানা ব্যক্তিদের পরিণতি
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪
আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫
.jpg.jpg)
আল্লাহ তায়ালা পৃথিবী, মানুষ, আকাশ, জমিন সবকিছুর স্রষ্টা। তিনি সবকিছুর স্রষ্টা এবং তিনিই সব সৃষ্টির উপাস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু। (সুরা বাকারা, আয়াত : ১৬৩)
অন্য আয়াতে বলা হয়েছে— আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন, যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। তার আসন আসমান ও যমীন ব্যাপী হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনিই সর্বোচ্চ, মহীয়ান। (সুরা বাকারা, আয়াত : ২৫৫)
মুসলিমরা আল্লাহ তায়ালা ওপর বিশ্বাস করেন এবং তাকে এক উপাস্য হিসেবে মানেন। এর বাইরে অনেকেই আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মানেন। তাদের উপাস্যদের নামও ভিন্ন ভিন্ন। আল্লাহ ছাড়া অন্য যাদের উপাসনা করা হয় তারা কখনো তাদের উপাসকদের কোনো উপকার করতে পারে না এবং পারবে না। এমনকি কিয়ামতের দিন এই উপাস্যরা উপাসকদের অস্বীকার করবে এবং আল্লাহ নির্ধারিত শাস্তির মুখোমুখি করবে তাদের।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে— আর তারা আল্লাহ্ ছাড়া অন্য বহু ইলাহ গ্ৰহণ করেছে, যাতে ওরা তাদের সহায় হয়; কখনই নয়, ওরা তো তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। (সুরা মারইয়াম, আয়াত : ৮১-৮২)
অর্থাৎ, সহায় হওয়ার আশায় কাফেররা দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্যদের উপাসনা করতো, কিন্তু এই উপাস্যরা কিয়ামতের দিন তাদের আশার বিপরীত কাজ করবে। তাদের শত্রু হয়ে যাবে।
তারা বলবে, আল্লাহ এদের শাস্তি দিন। কারণ, এরা আপনার পরিবর্তে আমাদের উপাস্য করে নিয়েছিল। আমরা কখনো এদের বলিনি আমাদের ইবাদত করো এবং এরা যে আমাদের ইবাদাত করছে তাও তো আমরা জানতাম না।
অন্য আয়াতে এ বিষয়ে বলা হয়েছে, আর সে ব্যক্তির চেয়ে বেশী বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না এবং এগুলো তাদের আহবান সম্বন্ধেও গাফেল। আর যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন সেগুলো হবে এদের শত্রু এবং এরা তাদের ইবাদাত অস্বীকার করবে। (সূরা আল-আহকাফ, আয়াত : ৫–৬)
আপনার মূল্যবান মতামত দিন: