শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে ও কখন


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১৫

আপডেট:
৪ মে ২০২৪ ২৩:১৫

 ফাইল ছবি

আগামী মার্চে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী।

এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাচ্ছে না ইংলিশরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসছেন না বাংলাদেশে। যার মধ্যে অন্যতম ইংলিশ মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস।

পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের একটি দলের সঙ্গে মোটা অঙ্কের চুক্তিতে আছেন ইংলিশ এ মারকুটে ব্যাটার। জাতীয় দলের বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বেছে নিয়েছেন হেলস।

এছাড়া আগে থেকেই জানানো হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য জো রুটকে পাওয়া যাবে না। তবে বাংলাদেশ সফরে আসছেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ ও জেসন রয়দের মতো তারকা খেলোয়াড়রা।

পাশাপাশি ঘোষিত দলে নতুন মুখ রেহান আহমেদ এবং টম অ্যাবেল। যদিও রেহান ইতোমধ্যে লাল বলে ইংল্যান্ড দলে খেলেছেন। তবে অ্যাবেল এবারই প্রথম ডাক পেয়েছেন ইংলিশদের হয়ে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব মাহমুদ।

আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top