আফগানিস্তান সিরিজ দিয়েই মাঠে ফিরছেন সাকিব!
প্রকাশিত:
৮ জুন ২০২৩ ১৯:৩৫
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৬:৩৮

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব। তবে সম্প্রতি এক্স-রে করেছেন তিনি। আর তাতে মিলেছে সুখবর।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন সাকিব। চোটের সন্তোষজনক অগ্রগতি থাকায় জুলাইয়ে মাঠে নামতে পারবেন এই অলরাউন্ডার এমনটাই বিশ্বাস দেবাশীষের।
তিনি বলেন, 'রিপোর্ট ভালো, সন্তোষজনক বলা যায়। আমরা আশা করছি জুলাইয়ে ওয়ানডে সিরিজ থেকেই মাঠে ফিরতে পারবে সে। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করল। মানে ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙুলের অগ্রগতি সন্তোষজনক। অবশ্যই আশাবাদী আমরা, সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে।'
আজ বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯ টায় প্রবেশ করেন সাকিব। এরপর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে দেখা করেন সাকিব। এরপর মাঠে রানিং অনুশীলন করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: