লিটনকে ফিরিয়ে ম্যাচে ফিরলো আফগানিস্তান
প্রকাশিত:
১৪ জুন ২০২৩ ২২:৩৬
আপডেট:
১৪ জুন ২০২৩ ২২:৫৫

দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের ভীত পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। মুমিনুল থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি।
আর টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেয়া লিটনও নাম লিখিয়েছেন ব্যর্থদের দলে। ফলে তিনশোর আগেই বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে সফরকারীরা।
৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯৬ রান। ৫ রান নিয়ে উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ। অপর অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমের সংগ্রহ ১৮ রান।
এর রঙিন পোশাকে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও ঢাকা টেস্ট দিয়ে সাদা পোশাকে নেতৃত্বের অভিষেক হয় লিটনের। কিন্তু অধিনায়ক লিটন ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলেন না। নিজের খেলা ইনিংসের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেন তিনি।
এরপর খোলস ছেড়ে বেরিয়ে আসতে বেছে নেন বড় শট। করিম জানাতকে স্কয়ারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাসও দেন তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারলেন না। ৬৪তম ওভারের প্রথম বলে জহির খানকে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন। ১৫ বল খেলে তিনি করেছেন ৯ রান।
আপনার মূল্যবান মতামত দিন: