বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


দেখবেন যেভাবে

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩ ১৯:০৭

আপডেট:
১৫ মে ২০২৪ ১২:২৯

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল (শুক্রবার) ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাছাইয়ের প্রথম দুই ম্যাচেই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছিল। এবার তাদের সামনে আরও দুটি লড়াইয়ে নামার মুহূর্ত হাজির হয়েছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মন্যুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসিরা নামবেন ভোর সাড়ে ৫টায়। একইদিন সকাল সাড়ে ৬টায় খেলবে ব্রাজিল। তারা ম্যাচটি খেলবে ঘরের মাঠ অ্যারেনা পান্তানাল স্টেডিয়ামে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্ল্যাস ফাস্ট’ ম্যাচ দুটি দেখানোর কথা জানিয়েছে।

এর আগে বাছাইপর্বের প্রথম দুই লড়াইয়ে নেইমাররা ঘরের মাঠে বলিভিয়া এবং পেরুর মাঠে তাদেরকে হারিয়েছে। এরপর গত মাসের শেষদিকে আসন্ন দুই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করে ব্রাজিল। আগামী ১৩ ও ১৮ অক্টোবর তারা যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগে ইনজুরি থেকে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

অন্যদিকে, আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। চোট থেকে দলে ফিরেছেন পাউলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ উইঙ্গার আনহেল ডি মারিয়া। চোট থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া ডান পায়ে অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও।

কাতার বিশ্বকাপের শিরোপাধারীরা এরপরও উড়ন্ত সময় পার করছে। বাছাইয়ের দুই ম্যাচে তারা ইকুয়েডরকে ১-০ এবং বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। প্রথম ম্যাচের জয়ে একমাত্র গোল করা মেসি দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে ছিলেন ডাগআউটে। আগামীকালের ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ব্রাজিল স্কোয়াড : এডারসন, অ্যালিসন বেকার, লুকাস পেরি; দানিলো, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কিনিয়োস), নিনো , ভেন্ডারসন, কাইয়ো হেনরিক; আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, গারসন; গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, রদ্রিগো এবং ভিনিসিয়ুস জুনিয়র।

আর্জেন্টিনা স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো; ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মোলিনা, জার্মান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাউলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top