বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


মাঠ ব্যবস্থাপনা নিয়ে দ. আফ্রিকাকে গাভাস্কারের খোঁচা


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৭

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৩:০৫

ছবি- সংগৃহীত

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। এই ম্যাচ ঘিরে ডারবানে ছিল ভারতীয় বংশোদ্ভুত আর প্রবাসীদের ব্যাপক ভীড়। এক মাস আগেই এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে। বৃষ্টিতে পণ্ড হওয়ায় হতাশ হতে হয়েছে মাঠে আসা দর্শকদের।

তাদের কষ্টও নজরে এসেছে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের। এই ম্যাচ পরিত্যক্তের পেছনে বৃষ্টি ছাড়াও দক্ষিণ আফ্রিকার দায়িত্বে অবহেলা দেখছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘যদি মাঠ ঢাকা না থাকে তাহলে বৃষ্টি থামার এক ঘণ্টার পরেও খেলা শুরু করা যাবে না। এই সমস্যাটিই হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে।’

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘প্রত্যেক ক্রিকেট বোর্ডের কাছেই প্রচুর টাকা রয়েছে। হতেই পারে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মত হয়ত টাকা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে নেই, কিন্তু তবুও এটুকু বলতে বাধ্য হচ্ছি যে, গোটা মাঠ ঢাকার জন্য কভার কেনার টাকা অন্তত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের রয়েছে। যদি ওরা বলে যে, সেই টাকা ওদের নেই তাহলে মিথ্যে কথা বলছে।’

এ সময় মাঠ ঢাকার ব্যাপারে ভারতের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। বিসিসিআই এর সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি দায়িত্বে থাকার সময় ইডেন গার্ডেন্সে যেভাবে মাঠ ঢেকে রাখার ব্যবস্থা করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে গাঙ্গুলির প্রশংসাও করেন তিনি।

গাভাস্কার বলেন, ‘দেখুন অজুহাত দিয়ে লাভ নেই, এই মুহূর্তে বোর্ডের যেটা প্রয়োজন সেটা হলো মাঠ ঢাকা। আমার এখনও মনে আছে ইডেন গার্ডেন্সের একটি টেস্ট ম্যাচের কথা। কিছু কারণের জন্য ম্যাচ শুরু হতে পারেনি। কিন্তু এরপর এমন কিছু হয়নি। গোটা মাঠকে ঢেকে রাখা হয়েছিল। সেই সময়ে বোর্ডের দায়িত্বে ছিলেন সৌরভ। এতটাই নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করেছে যে কেউ ওপর আঙ্গুল পর্যন্তও তুলতে পারেনি। এভাবে সকল ক্রিকেট বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top