বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


মেসি-সুয়ারেজ জুটি মাঠে নামবে যেদিন


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৮

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৪:০৯

ফাইল ছবি

বার্সেলোনার পর আরও একবার একই ক্লাবে জুটি বাঁধতে চলেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ফ্রি এজেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন উরুগুয়ান ফরোয়ার্ড সুয়ারেজ। যেখানে ইতোমধ্যে খেলছেন তার সাবেক সতীর্থ ও বন্ধু মেসি। এই জনপ্রিয় জুটির রসায়ন দেখতে মুখিয়ে ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম।

মেসি-সুয়ারেজ প্রসঙ্গে ডেভিড বেকহাম বলেন, ‘সুয়ারেজের মিয়ামিতে যোগ দেওয়া পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মাঠে মেসির সঙ্গে তার জুটি দেখতে মুখিয়ে আছি আমরা। সুয়ারেজ ভীষণ লড়াকু মানসিকতার, তার জয়ের মানসিকতা সবাইকে প্রভাবিত করে।’

এক বছরের চুক্তিতে মিয়ামিতে যোগ দেওয়া সুয়ারেজ সবশেষ খেলেছেন গ্রেমিওর হয়ে। ব্রাজিলিয়ান লিগে গত মৌসুমে সেরা ফুটবলার ও সেরা স্ট্রাইকারের পুরস্কার তিনি জিতে নেন ৫৩ ম্যাচে ২৬ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করে। নতুন ঠিকানা খুঁজে পেয়ে খুশি সুয়ারেজও। এ নিয়ে উরুগুয়ান ফরোয়ার্ড বলেন, ‘ইন্টার মিয়ামিতে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি রোমাঞ্চিত। শুরু করতে আমার তর সইছে না। অসাধারণ এই ক্লাবের হয়ে আরও শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি তৈরি।’

প্রাক-মৌসুমে আগামী ২৯ জানুয়ারি সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ জুটিকে। যে ক্লাবে আছেন তাদের পুরনো বন্ধু নেইমার। যদিও চোটের কারণে ওই ম্যাচে তার খেলা হবে না। এছাড়াও আগামী ফেব্রুয়ারির শেষদিকে শুরু হবে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। যে ম্যাচে মিয়ামি প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top