সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত লাগার কারণ জানালেন তামিম


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪ ১৮:৫৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৯

বরিশালের কর্ণধার মাহমুদুর রহমানের সঙ্গে তামিম ইকবাল

বিপিএলের দ্বিতীয় দিনে আজ (শনিবার) হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বরিশাল জয় পেয়েছে ৫ বল বাকি থাকতে। ম্যাচ শেষে অবশ্য এত দেরিতে জয় পাওয়ার কারণ জানিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম, তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম। মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, ওই মুহূর্তে ওরকম শটের দরকার ছিল না। এসব কারণেই খেলা লম্বা হয়েছে, তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

তামিম নিজে এদিন ব্যাট হাতে করেছেন ২৪ বলে ৩৫ রান। শুরুতে বাউন্ডারি পাওয়ায় চাপ কমে যায় বলে মনে করেন বরিশাল দলপতি, ‘আর্লি বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও নার্ভ তো থাকেই, তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন সেটা তখন একটু কমে আসে।’

তবে এমন জয়ের পরেও উন্নতির জায়গা দেখছেন তামিম, ‘যেভাবে আমরা শুরু করেছি, সেটা দারুণ ছিল। তবে আমার এখনও মনে হয় যে, আরও একটু ভালো করার জায়গা আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে লাকি ছিলাম, কয়েকটি উইকেট আমরা লাকিলি পেয়ে গিয়েছি। এমন না যে আমরা খুব ভালো বোলিং করে উইকেটগুলো পেয়েছি, একটা-দুইটা বাদে। সব জায়গায় আমাদের একটু হলেও উন্নতির জায়গা আছে, পুরো টুর্নামেন্ট ধরেই থাকবে (হাসি)।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top