সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ম্যানসিটির ট্রেবল জেতার সম্ভাবনা উড়িয়ে দিলেন গার্দিওলা নিজেই


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৯:১৭

ফাইল ছবি

ক্লাব ফুটবলে গত মৌসুমটা স্বপ্নের মত কেটেছে ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগ, এফএ কাপ জয়ের পর ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়ন্স লিগও জিতে নিয়েছে ম্যানচেস্টারের দলটি। এছাড়াও ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল ছিলেন আর্লিং হল্যান্ড। দুর্দান্ত পারফর্ম্যান্সেই গতবার স্মরণীয় এই ট্রেবল জয় করে পেপ গার্দিওলার দল।

এদিকে চলতি মৌসুমেও সিটির সামনে সুযোগ আছে ট্রেবল জয় করার। তিনটি শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে হলান্ডরা। তবে এবার হয়তো আর ইতিহাস রচনা করা হবে না ম্যানসিটির। এমনকি গার্দিওলা নিজেই বলেছেন এমন কথা।

এবারের মৌসুমেও ট্রেবল জয় করবে সিটি- এমন সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন স্বয়ং সিটি কোচ। তবে হলান্ডদের গুরু কৌশলের অংশ হিসেবেই এমন কথা বলেছেন কি না তা নিয়েও হচ্ছে আলোচনা।

প্রিমিয়ার লিগে আজ এভারটনের বিপক্ষে মাঠে নামবে সিটি। হলান্ডদের সামনে সুযোগ আছে আজকের ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আসার। তবে শীর্ষে ওঠতে পারলেই যে ট্রেবল জয় করা সম্ভব এমনটা মনে করেন না গার্দিওলা। তিনি বলেছেন, কেউই কখনো এমনটি করে দেখাতে পারেনি।

গার্দিওলা বলেন, ‘এটা একটি রূপকথা। এটা তার চেয়ে কঠিন। আমরা এভারটনকে হারানোর চেষ্টা করব এবং তারপর কী হয়, দেখব। ৯৯.৯৯ শতাংশ সম্ভাবনা আছে যে আমরা ট্রেবল জিতব না। কারণ, কেউ কখনোই এটি করে দেখাতে পারেনি।’

সিটি কোচ আরও বলেন, ‘এটা যদি সহজ হতো, অন্য কোনো দল এটি করে দেখাত। সে সময় ম্যানচেস্টার ইউনাইটেড (সিটির আগে একমাত্র ট্রেবলজয়ী দল) করতে পারত। এটা সহজ নয়। এ কাজে সবকিছুই কঠিন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top