সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২


মুস্তাফিজদের নিলামের আগে কোন দলের ঝুলিতে কত টাকা বাকি


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ০৪:৪২

ফাইল ছবি

বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না নিলামের প্রথম পর্বে। মোট ১২ জন আছেন এবারের আইপিএল নিলামে। তাদের সবাইকেই থাকতে হচ্ছে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে। মূলত এই পর্বে দলগুলো যে খেলোয়াড়ের জন্য আগ্রহী হবে সেই খেলোয়াড়ের নামই উঠবে এবং নিলাম প্রক্রিয়া সেভাবেই এগুবে।

যার অর্থ, বাংলাদেশের কোনো তারকাকে নেয়ার জন্য আইপিএলের একটি দলও যদি আগ্রহী হয়, তবেই নিলামের মঞ্চে দেখা যাবে তাদের। এরইমাঝে নির্ধারিত ১১৭ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হয়ে গিয়েছে। দলগুলি প্রায় গুছিয়ে নিয়েছে। এখন বেছে নেওয়া হবে কোন কোন ক্রিকেটারকে তারা নিলামে চাইছে। শুধু তাঁদের নিয়েই এ বার নিলাম হবে।

দেখা যাক, বাংলাদেশের খেলোয়াড়দের সম্ভাব্যতায় থাকা দ্রুতগতির এই নিলামের আগে কোন দলের ঝুলিতে কত রুপি বাকি আছে। যদিও এখন পর্যন্ত সবচে বেশি অর্থ আছে ফিজের সাবেক দল চেন্নাইয়ের। আর তারই আইপিএল অভিষেকের দল সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে আছে সবচেয়ে কম অর্থ।

চেন্নাই সুপার কিংস - ১৩.২ কোটি

দিল্লি ক্যাপিটালস - ৩.৮ কোটি

গুজরাট টাইটান্স - ১১.৯ কোটি

কলকাতা নাইট রাইডার্স - ৮.৫৫ কোটি

লখনৌ সুপার জায়ান্টস - ৬.৮৫ কোটি

মুম্বাই ইন্ডিয়ান্স - ১১.০৫ কোটি

পাঞ্জাব কিংস - ১০.৯ কোটি

রাজস্থান রয়্যালস - ৬.৬৫ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৪.১৫ কোটি

সানরাইজার্স হায়দরাবাদ - ৫.১৫ কোটি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top