ফাইনালের স্বপ্ন বাঁচাতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪

তিন বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই আজ (মঙ্গলবার) এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। অপরিহার্য জয় পাওয়ার লক্ষ্যে নেমে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে সালমান আলি আগার দল। তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানরা আগে ব্যাটিংয়ে নামছে।
এর আগে ফরম্যাটটিতে শেষবার ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। দুবাইয়ে অনুষ্ঠিত আসরটির ফাইনালে বাবর আজমদের ২৩ রানে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার দুই দল খেলতে নেমেছে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে। বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। ফলে আজ যারা হারবে তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে!
ভারতের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে আজও নেমেছে পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলা একাদশ থেকে টপঅর্ডার ব্যাটার কামিল মিশারা ও স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। দুজনের পরিবর্তে স্পিনার মাহেশ থিকশানা ও পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নকে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা।
পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
আপনার মূল্যবান মতামত দিন: