বুধবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


২১০ কেজি ভার তুলে মাবিয়ার রেকর্ড


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০১

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৩

ফাইল ছবি

এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এখন তিনি জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণজয় ও নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন। আজ (বুধবার) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া। এই রেকর্ড গড়ে তিনি সেরা নারী ভারত্তোলকের পুরস্কারও পেয়েছেন।

মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেন। আজ ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দু’টো মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারত্তোলনে নতুন রেকর্ড, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা ও বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন এন্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বৃদ্ধি হয়েছে।’

বাংলাদেশে ভারত্তোলনে মাবিয়ার প্রতিদ্বন্দ্বী নেই। নিজেই যেন নিজের বড় প্রতিপক্ষ। তাই রেকর্ডটা আরও দূরে নেওয়ার লক্ষ্য মাবিয়ার, ‘আমি প্রতিনিয়তই নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চাই। আমি এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন মাবিয়াকে মনে রাখে।’ মাবিয়া এই বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স থাকে পড়তির দিকে। মাবিয়া সেটা অনেকটা ভুল প্রমাণ করে বলেন, ‘আমার স্বামীও একজন ভারত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড অব্যাহত।’

বাংলাদেশের পুরুষ ভারোত্তোলনে রেকর্ড সাবেক ভারত্তোলক বিদ্যুতের। তিনি পুরোনো স্মৃতি হাতড়ে বলেন, ‘দুই যুগ আগে আমি ৮০ কেজি শ্রেণিতে (১৭০-১২৭.৫) সাড়ে ২৯৭ কেজি তুলেছিলাম। ওই ওজন শ্রেণি এখন না থাকলেও সেটি এখনও কেউ তুলতে পারেনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top