শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৩ ১০:৪১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১২:০৫

ফাইল ছবি

বিশ্বে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। মেটার মালিকানাধীন এই মাধ্যম ফ্রিতেই ব্যবহার করা যায়। শুধু ফোনে ইন্টারনেট থাকলেই হয়। কিন্তু এরজন্য প্রথমে অ্যাকাউন্ট খুলতে হয়। ফেসবুকে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। যাদের এখনো ফেসবুকে অ্যাকাউন্ট নেই, তারা এই প্রতিবেদন পড়ে সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

ফেসবুক আইডি খোলার পদ্ধতি-

ইউজাররা ফেসবুক অ্যাকাউন্ট কম্পিউটার এবং স্মার্টফোন উভয়ের মাধ্যমেই অ্যাক্সেস করা যায়। এখানে উভয় প্ল্যাটফর্ম থেকে ফেসবুক আইডি তৈরির পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি।

কম্পিউটারে ফেসবুক অ্যাকাউন্ট খোলার উপায়

প্রথমেই ফেসবুক ডটকমে (facebook.com) প্রবেশ করুন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট-এ ক্লিক করুন।

পরবর্তী পেজে নাম, পদবি অথবা ইমেইল আইডি বা ফোন নম্বর টাইপ করুন।
এরপর ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড টাইপ করুন।
এরপর জন্ম তারিখ টাইপ করে নিজের লিঙ্গ সিলেক্ট করুন।
এবার সাইন-আপে ক্লিক করুন।
অ্যাকাউন্ট ক্রিয়েট ফিনিশ করার পর ইমেইল আইডি এবং ফোন নাম্বার কনফার্ম করুন।

স্মার্টফোনে ফেসবুক অ্যাকাউন্ট খোলার উপায়-

প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন।
অ্যাপ ওপেন করে “সাইন আপ”-এ ক্লিক করুন।
এরপর আপনাকে Get Started-এ ক্লিক করতে হবে।
অন স্ক্রিন ইন্সট্রাকশন ফলো করুন এবং নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করুন।
এবার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি দিন।
এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড লিখুন।
সাইন আপে ট্যাপ করুন।
ফেসবুক অ্যাকাউন্টের ক্রিয়েট প্রসেস সম্পূর্ণ করার জন্য প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইল আইডি কনফার্ম করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top