বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোডের উপায়


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ১০:৩১

আপডেট:
১৫ মে ২০২৪ ১৫:১৭

ফাইল ছবি

টিকটক কিংবা ফেসবুকের মতো ইউটিউবেও শর্ট ভিডিও আপলোড করা যায়। ২০২১ সালে ইউটিউব শর্টস ফিচারটি চালু করেছিল। এই ফিচারের সাহায্যে ইউজাররা ছোট ভিডিও তৈরি এবং পোস্ট করতে পারেন।

ইউটিউব শর্টস বেশ জনপ্রিয় ।এবং এটি ইউটিউবে ভিউ পাওয়ার একটি সহজ উপায়। ইউটিউবে আজ ইউজাররা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, যেমন- কমেডি, নাচ, রান্না এবং অভিনয় সহ বিভিন্ন বিভাগে ইউটিউবশর্টস ভিডিও পোস্ট করে।

আপনিও যদি ইউটিউবে ছোট ভিডিও দেখতে পছন্দ করেন এবং সেগুলো ডাউনলোড করতে চান, তাহলে আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু টিপস এবং ট্রিকস জানানো হল যার মাধ্যমে আপনারা সহজেই এই শর্টস ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি আপনার ফোন বা ল্যাপটপের ব্রাউজারে ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে আপনি Shortsnoob, 8Downloader এবং Savetube এর মতো ওয়েবসাইট থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করতে পারেন। এই ওয়েবসাইট থেকে ভিডিও .mp4 ফরম্যাটে সেভ করা যায়। এখানে আপনাদের স্টেপগুলি জানানো হল।

স্টেপ ১: প্রথমে ইউটিউব শর্টস ওপেন করুন এবং শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওর লিঙ্কটি কপি করুন।

স্টেপ ২: উপরের যে কোন একটি ওয়েবসাইট খুলুন। এখানে আমরা shortsnoob ব্যবহার করছি। https://shortsnoob.com/ খুলুন এবং Youtube Shorts-এর লিঙ্ক পেস্ট করুন।
স্টেপ ৩: এর পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি বিভিন্ন ফরম্যাটে ভিডিও দেখতে পাবেন।
স্টেপ ৪: আপনি ফর্ম্যাট নির্বাচন করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। ভিডিওটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।

পিসি থেকে ভিডিও ডাউনলোড করবেন এইভাবে-

4K ভিডিও ডাউনলোডার সফটওয়্যারের সাহায্যে, আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে YouTube শর্টস ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সফ্টওয়্যারটি Windows, macOS এবং Linux প্ল্যাটফর্মে উপলব্ধ।

স্টেপ ১: সবার প্রথমে আপনাকে YouTube Shorts খুলতে হবে এবং এর লিঙ্ক কপি করতে হবে।
স্টেপ ২: এখন আপনাকে কম্পিউটারে 4K ভিডিও ডাউনলোডার সফ্টওয়্যারটি খুলতে হবে এবং লিঙ্কটি পেস্ট করতে হবে।
স্টেপ ৩: এখন আপনি যে ফর্ম্যাটে ভিডিওটি চান সেটি নির্বাচন করতে হবে।
স্টেপ ৪: আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top