ছোটখাটো ঝামেলা মেটাতে জাপানে ভাড়ায় মিলছে ‘ভয়ংকর’ মানুষ
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৩
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

জাপানে ছোটখাটো বিরোধ মেটাতে এখন আর পুলিশ বা আদালতের প্রয়োজন নেই। কারণ, 'রেন্টাল কোওয়াইহিতো' নামে একটি নতুন ধরনের সেবা চালু হয়েছে, যার অর্থ 'ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ'। এই সংস্থার কাজ হলো গ্রাহকের পাশে দাঁড়িয়ে তাকে সাহস এবং শক্তি জোগানো। হংকং-ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি দাবি করে যে, তাদের পাঠানো ট্যাটুভরা দেহ, ন্যাড়া মাথা এবং কড়া চাহনির 'ভয়ংকর' লোককে দেখেই বিপরীত পক্ষ সাধারণত আধঘণ্টার মধ্যে নতি স্বীকার করে। শুধু অফিস বা বাসার ঝামেলা নয়, এই ভাড়াটে বাহিনী প্রেমঘটিত গোলযোগেও কাজে আসে। যদি কোনো প্রেমিক বা প্রেমিকা পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাদের সামনে এই 'ভয়ংকর' সঙ্গীদের দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। এমনকি সাবেক ব্যবসায়িক অংশীদার বা নিয়োগকর্তা টাকা মেরে দিলে সেই পাওনাও তারা আদায় করে আনে।
যদিও এই ব্যবসা সিনেমার গল্পের মতো শোনায়, জাপানে এটি এখন একটি বাস্তব সেবা। সম্প্রতি এক্সে (পূর্বের টুইটার) একজন ব্যবহারকারী এই সংস্থার ওয়েবসাইটের কিছু স্ক্রিনশট শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি ৩ লাখের বেশি লাইক এবং ৩৬ হাজার বার রিপোস্ট হয়। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে এই সেবাটিকে 'সময়োপযোগী' বলে প্রশংসা করেছেন।
প্রতিষ্ঠানটি দাবি করে যে, তারা কোনোভাবেই গ্যাংস্টার ভাড়া করে না এবং কোনো বেআইনি কাজও করে না। তাদের সব কাজ আইনের মধ্যে থেকে করা হয়। তবে তাদের পারিশ্রমিক মোটেও সস্তা নয়। আধঘণ্টার সেবার জন্য খরচ পড়বে প্রায় ১৪০ মার্কিন ডলার (২০ হাজার জাপানি ইয়েন), আর তিন ঘণ্টার জন্য খরচ হবে ৩৪০ ডলার। শহরের বাইরে কাজ হলে গ্রাহককেই যাতায়াত খরচ বহন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটি খুবই দরকারি সেবা, কারণ মানুষের স্বভাব হলো দুর্বলকে হয়রানি করা এবং শক্তিশালীকে ভয় করা।' আরেকজন রসিকতা করে লিখেছেন, 'কৌতূহল হচ্ছে, যদি দুই পক্ষই সমানভাবে ভাড়ায় ভয়ংকর মানুষ নিয়ে আসে, তখন কী হবে?' সব মিলিয়ে, জাপানের এই অভিনব ব্যবসা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: