সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১১:৪৪
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১২:১১

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসময় এসব এলাকার নদীবন্দরগুললোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছেন তিনি।
এদিকে আবহাওয়া অফিসের অন্য পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: