বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


যাত্রাবাড়ী ও চকবাজারে অভিযান, ১৬ জুয়াড়ি আটক


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ১৭:২০

আপডেট:
১৬ মে ২০২৪ ২০:০৬

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকা থেকে পৃথক অভিযানে ১৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। যাত্রাবাড়ীতে আটককৃতরা হলেন- সবুজ (৪২), সাইফুল ইসলাম (৩০), মোখলেছুর রহমান (৪৯), তরিকুল ইসলাম (২৬), আবুল হোসেন (৫০), দবির হোসেন (৩৮), মজনু মিয়া (৩৮), রতন মিয়া (৩৫), শাওন (৩৭), আলমগীর হোসেন (৫২), রিফাত (২৫) ও সুমন মিয়া (২৩)। চকবাজার থেকে আটককৃতরা হলেন- রহিম (৩০), ইসমাঈল (৪৬), বারেক (৫৩) ও হারুন (৪০)।

শনিবার ( ১০ এপ্রিল) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা পাড় গরিবের বাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ১৫৬ সেট তাস, ১২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, একই দিন রাত ৯টার দিকে রাজধানীর চকবাজার মডেল থানার পশ্চিম ইসলামবাগ বারহাজার গলি এলাকায় অপর একটি আভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৪ সেট তাস, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। আটক ১৬ আসামির প্রত্যেকেই পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবত একে অন্যের সঙ্গে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছিলেন। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top