বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


আফতাবনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪ ১৩:০৩

আপডেট:
১৫ মে ২০২৪ ০৮:৩৫

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এইচ ব্লকে নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে বায়েজিদ (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

বায়েজিদকে হাসপাতালে নিয়ে আসা ভাই শাহিন বলেন, আমার ভাই সকালে আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সে ভবনের চারতলার ছাদে রড বিছানোর সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমার ভাই নির্মাণাধীন ভবনটিতেই থাকত। আমাদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জংড়া গ্রামে। আমার বাবার নাম মোহাম্মদ আবু সাঈদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top