রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


রাজধানীতে ভয়াবহ যানজট


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪ ১৪:৩৬

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১১:১৭

ফাইল ছবি

গত কিছুদিন ধরে রাজধানী ঢাকায় যানজট বেশি দেখা যাচ্ছে। তবে আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কারণে স্থবির হয়ে আছে রাস্তা। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে হাজার হাজার আলেম-ওলামারা ভিড় জমিয়েছেন। এর ফলে আশপাশের এলাকায় প্রচুর যানজটে সৃষ্টি হয়েছে।

বিশেষ করে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, বাংলা মোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে সকাল থেকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলনস্থলের দিকে যেতে দেখা গেছে।dhakapostরাজধানীর মোহাম্মদপুর থেকে খামার বাড়িতে এক ঘণ্টায় এসেছেন সাইফুল ইসলাম নামে এক যাত্রী। তিনি বলেন, আজকে রাস্তায় এত জ্যাম যা চিন্তা করা যায় না। নরমালি মোহাম্মদপুর থেকে খামারবাড়ি আসছে ৩০ মিনিটের মতো সময় লাগে। আজকে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।

কারওয়ানবাজার সিগন্যালে প্রায় ৩০ মিনিট বাসে অপেক্ষা করতে হয়েছে যাত্রী সুমন রহমানের। তিনি বলেন, সাধারণত ১৫ মিনিটের মতো বা ১০ মিনিট এই সিগন্যালে অনেক সময় আটকে থাকতে হয়। কিন্তু আজকে রাস্তায় এত মানুষ যার ফলে গাড়ি সামনে এগোচ্ছে না। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হচ্ছে।

দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ফার্মগেট থেকে হেঁটে বাংলামোটরে যান বাসার খন্দকার। তিনি বলেন, আজকে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ বলা চলে। কোনো যানবাহন চলাচল করছে না। রাস্তায় যানবাহন স্থবির হয়ে পড়ে রয়েছে। তাই হেঁটেই আসতে হয়েছে।

এদিকে মহাসম্মেলনকে কেন্দ্র করে আসা মানুষজনের ভিড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়। হাজার হাজার মানুষের ভিড়ে শাহবাগ থেকে টিএসসি, টিএসসি থেকে দোয়েল চত্বর ও টিএসসি থেকে নীলক্ষেত যাওয়ার রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top