শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ঢাকা আর এখন ময়লার ভাগাড় নয়: মেয়র তাপস


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ০০:২৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৭:০৭

 ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে যেখানে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকতো, সেখানে এটা কমিয়ে এখন মাত্র ৩০ শতাংশে আনা হয়েছে। বাকি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করতে আমাদের কাজ চলমান আছে। আগে যেখানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতো।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী খিলগাঁও এলাকার বালুর মাঠ-সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা আগের যে কোনো সময়ের চেয়ে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯০ ভাগ বর্জ্য আগে উন্মুক্ত অবস্থায় থাকতো। আগে মাত্র ৫০টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা গত দুই বছরের মধ্যে আমরা আরো ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি, বাকিগুলোর কাজ চলমান আছে।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অসহায়, গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে। এই দিনে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত আমরা কামনা করি। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, আমরা কামনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি।

ডিএসসিসির স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top