বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


রাজধানীর আবাসিক হোটেলে ব্রিটিশ নাগরিকের মৃত্যু


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৮

আপডেট:
৩০ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৯

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলাসন (৬০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর, ১১ নম্বর রোড, ৪৫ নম্বর ভবনের "মেরিনো হোটেল" এর দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি থেকে উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গত রাতেও তিনি খাওয়া দাওয়া করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোন সাড়াশব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভিতর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।

তিনি বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top