শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


নদীতে পড়ে নিখোঁজ পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী


প্রকাশিত:
২৩ জুন ২০২১ ১৬:০৪

আপডেট:
৩ মে ২০২৪ ১৭:২৩

ফাইল ছবি

নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী ঝাও (২৫)। গতকাল মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঝাও প্রকল্পের অন্তর্গত সেতুর পাশের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। কাজে থাকা অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।’

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রকৌশলীর হদিস মেলেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কম্পোজিট কমান্ডার এম বজলুল রসিদ বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে আমরা তল্লাশি করে যাচ্ছি। কোস্ট গার্ডের নিজস্ব ডুবুরিদল এরই মধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পড়বে। ডুবুরিদল পানির তলদেশে উদ্ধার অভিযান চালাবে।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সারারাত চেষ্টা করেও প্রকৌশলীকে উদ্ধার করা যায়নি। নৌপুলিশ, পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারদল নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top