শিয়াল মারা ফাঁদে কৃষকের মৃত্যু
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৩ ১৯:৩৪
আপডেট:
১২ মে ২০২৫ ১৪:৪৭

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাঠের একটি পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
আব্দুল হামিদ উপজেলার গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
পুকুরের মালিক একই এলাকার খোারশেদ হোসেন বলেন, শিয়াল ঠেকাতে একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম। এতে মানুষ মরার কথা না কিন্তু তিনি কীভাবে মারা গেলেন আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানা পুলিশের এসআই (তদন্ত) প্রকাশ কুমার বলেন, ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়েছি। এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: