বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


জোয়ারের পানিতে ভেসে এলো নারী ও শিশুর মরদেহ


প্রকাশিত:
১১ মার্চ ২০২৫ ১৪:১৯

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৯:৫৩

ছবি সংগৃহীত

জয়ন্তী নদী থেকে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের জয়ন্তী নদীতে ভেসে আসে অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ জয়ন্তী নদীর চরে আটকে থাকা মরদেহ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। মরদেহ দুটির পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দল ঢাকা থেকে রওনা করেছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, মশুরগাঁও গ্রামের জয়ন্তিকা নদীর তীরে এক অজ্ঞাত নারী ও শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top