বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় ইফতারের খাবার ফেলে ভাঙচুর


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫ ১১:৪০

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৭:৩১

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিএনপির ইফতার পার্টিতে দলের এক নেতাকে দাওয়াত না দেওয়ায় খাবার ফেলে প্যান্ডেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের আয়োজক যুবদল নেতা জহির বলেন, আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া প্রায় দুই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুপুরে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী তার দলবল নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। এসময় রোজাদারদের জন্য তৈরি ইফতারসামগ্রী সব ফেলে দেন তারা। এছাড়াও অনুষ্ঠানের প্যান্ডেলও ভাঙচুর করেন তারা। মূলত তাকে (পিয়ার আলী) দাওয়াত না দেওয়ায় এটা করেছেন তারা।

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করেন আশুলিয়া থানার সহ-সভাপতি পিয়াল আলী। তিনি বলেন, আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি অসুস্থ এবং বাসায় অবস্থান করছি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top