রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৫ ১৬:২৭

আপডেট:
৪ মে ২০২৫ ১৭:০৬

ছবি সংগৃহিত

জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সেক্রেটারি শাকিল আহমেদ মাংনেজো, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয়পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top