রোহিঙ্গা-গণহত্যা মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬ ২০:৩২
আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ২২:৪৭
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দেশটির ইয়াঙ্গুন শহরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে কয়েকশ’ মানুষ অংশ নিয়েছেন।
শহরের কেন্দ্রস্থলে জাতীয়তাবাদী কর্মী এবং গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুদের ছোট আকারের জাতীয় পতাকা এবং রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করা ব্যানার নিয়ে ঢোলের তালে তালে নাচতে দেখা যায়।
এ সময় উগ্র-জাতীয়তাবাদী কর্মী উইন কো কো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা আজ আমাদের দেশের মর্যাদা, আমাদের দেশের সত্য এবং আমাদের দেশের ন্যায়বিচারের জন্য এখানে জড়ো হয়েছি।
মিয়ানমার শুরু থেকেই দাবি করে আসছে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বংশধর এবং ২০১৭ সালের অভিযান চালানো হয়েছিল জঙ্গিদের বিদ্রোহ রুখতে।
মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের চালানো সেই অভিযানের সময় প্রাণ বাঁচাতে দশ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলার শুনানি শুরু হয় গত ১২ জানুয়ারি ৷ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষ হওয়ার কথা।

আপনার মূল্যবান মতামত দিন: