যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল
প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬ ১৫:০৩
আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ১৭:৪৫
ফিলিস্তিনের নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও অনাহারের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান। এর জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তার নির্ধারিত শো বাতিল করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার বিতর্কিত পূর্ব কর্মকাণ্ডের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’-এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
থিয়েটার কর্তৃপক্ষের পক্ষ থেকে হোচম্যানকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয় যে, তিনি যেন সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন , তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিরোধী। কিন্তু এই ইসরায়েলি শিল্পী ফিলিস্তিনিদের মানবেতর জীবনের পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানান।
শর্ত পালনে হোচম্যানের অনড় অবস্থানের পর থিয়েটারটির প্রেসিডেন্ট মাইকেল এস হল এক বিবৃতিতে জানান, তিনি (হোচম্যান) ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে রাজি হননি। তাই তাকে আমাদের স্থাপনায় নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা যেকোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।
এদিকে শো বাতিলের পর হোচম্যান তার বিতর্কিত অবস্থান থেকে সরে না এসে বরং একে ‘আনুগত্যের পরীক্ষা’ বলে দাবি করেছেন। ফিলিস্তিনিদের ওপর হওয়া অবিচারের প্রতিবাদ না করে তিনি উল্টো বলেন, ক্যারিয়ারের চেয়ে স্বজাতির উগ্র জাতীয়তাবাদকেই তিনি বড় করে দেখছেন।

আপনার মূল্যবান মতামত দিন: