সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৯:২৬

ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। বর্তমানে যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

বিবিএস জানায়, সাময়িক হিসেব অনুযায়ী টাকার অংকেও কমেছে মাথাপিছু আয়। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top