বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২


ব্যাংক কর্মকর্তার দুই ফ্ল্যাট ও ঋণ জালিয়াতি খুঁজে পেল দুদক


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১২:০৬

আপডেট:
২৯ মে ২০২৫ ০৩:২৩

ছবি সংগৃহীত

এক ব্যাংক কর্মকর্তার নামমাত্র মূল্যের জমি মর্টগেজ রেখে ১০ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অবৈধ উপায়ে বসুন্ধরায় ২টি ফ্ল্যাটের মালিকানার অস্তিত্ব খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের এনফোর্সমেন্ট অভিযানে এমন তথ্য-উপাত্ত পেয়েছে দুদকের একটি বিশেষ টিম। তবে ব্যাংক কর্মকর্তার নাম ও পরিচয় প্রকাশ করেননি দুদক।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, অসাধু ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র মূল্যের জমি মর্টগেজ রেখে ঋণ গ্রহণপূর্বক বিদেশে অর্থপাচারসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার বোনের নামে রাজধানীর বসুন্ধরায় ২টি ফ্ল্যাটের অস্তিত্ব খুঁজে পায় যা অবৈধ উপায়ে অর্জিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠান এমআর ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি খারাপ ঋণের তথ্য পাওয়া যায়। যার বর্তমান স্থিতি ১০ কোটি টাকার ওপরে। প্রাথমিক পর্যালোচনায় ওই ঋণ প্রদানে অনিয়ম হয়েছে বলে দুদকের টিমের মনে হয়েছে। এনফোর্সমেন্ট টিম এ সংক্রান্ত সব রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন দাখিল করলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে দুদক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top