শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০


যুক্তরাষ্ট্রের ফ্যাকাল্টি সিনেটের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩ ১৫:২৯

আপডেট:
৯ জুন ২০২৩ ০২:৫৮

ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ফ্যাকাল্টি সিনেট প্রেসিডেন্ট ড. দেলোয়ার আরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

সোমবার (২৭ মার্চ) সিনেট প্রেসিডেন্ট ড. দেলোয়ার আরিফের সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইউনিভার্সিটি অফ সাউথ আলবামা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ড. আরিফ বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

এসময় ইউনিভার্সিটি অফ সাউথ আলবামার সঙ্গে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন শিক্ষামন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top