রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন শুরু


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩ ১২:১২

আপডেট:
১২ মে ২০২৪ ১৭:১৩

ফাইল ছবি

দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৬তম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এ আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নে আগ্রহীদের ১৪ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।

ওই আবেদনগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানদের ২৫ ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে বলা হলো।

সরকারি কলেজের শিক্ষক বদলি-পদায়ন নীতিমালা ২০২০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করবে না শিক্ষা মন্ত্রণালয়।

দেশে সরকারি কলেজের সংখ্যা ৬৩২। এর মধ্যে ২০১৮ সালে জাতীয়করণ হয় ৩০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top