রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই, ৬ কেন্দ্রে হবে ভোট


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ১৩:২৭

আপডেট:
২০ জুলাই ২০২৫ ১৩:৩০

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৬টি স্থানে। প্রথমবারের মতো হলের বাইরে এক কেন্দ্র রাখা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশন এই তথ্য জানায়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

তিনি জানান, ২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হতে পারে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

নির্ধারিত ভোটকেন্দ্রগুলো হলো:

১. কার্জন হল কেন্দ্রে — ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

২. শারীরিক শিক্ষা কেন্দ্রে — জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্রে — রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে — বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।

৫. সিনেট ভবন কেন্দ্রে — স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে — সূর্য সেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top