বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


১৬ বছর পর মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি পরীক্ষা


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১৫:৫৮

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১৬:৫১

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২১-২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি বিষয়ে ৫০০ নম্বরের পরীক্ষায় একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

গতকাল বুধবার (৬ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক অধ্যাপক ড. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো হবে পাঁচটি বিষয়ের ওপর। এগুলো হলো কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে হবে ১০০ নম্বরের পরীক্ষা। মোট ৫০০ নম্বরে হবে এ পরীক্ষা। বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি–সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তিপ্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। এর আগে ২০০৯ সালে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top