ঢাবি শিক্ষার্থীর অভিযোগ ‘সিট চাইলে ম্যাম বলেছিলেন উমামার সাথে কথা বলো’
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৩:৫২
আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৭:৩৭

হলে সিট পেতে প্রশাসনের কাছে গেলে হল প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার সাথে কথা বলতে বলেন- এমন একটি অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হল প্রশাসন।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তার নাম উম্মে সালমা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফেসবুক স্ট্যাটাসে উম্মে সালমা বলেন, ‘আন্দোলনের পরে সিটে (সুফিয়া কামাল হল) উঠতে চাইলে ম্যাম (হল প্রাধ্যক্ষ) বলেছিলেন উমামার সাথে কথা বলো।’
সম্প্রতি হলে ছাত্র রাজনীতি বন্ধে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরাবর আবেদন করে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। সেই আবেদনপত্র প্রসঙ্গে উম্মে সালমা বলেন, অনেক মেয়ে বাম উল্লেখ করার কথা বললেও আপনারা অ্যাড (যোগ) করেননি। এটা নিয়ে সমালোচনার পরে ইত্যাদি লেখা হয়েছে কিন্তু বাম লেখা হয়নি।
হলে বিদ্বেষ ছাড়ানোর অভিযোগ এনে উম্মে সালমা বলেন, ‘আপনি সহ (উমামা ফাতেমা) চারজন মিলে হলের সিদ্ধান্ত নিতে পারেন না। নিজের অনুসারী দিয়ে হলের সবকিছু কন্ট্রোল করেন। এমনকি হল গ্রুপে প্রার্থী বিদ্বেষ ও পোস্ট ডিলেট করার ঘটনা ঘটেছে। হলে সিটের ভয়ে অনেক শিক্ষার্থী আপনার এসব দেখেও প্রতিবাদ করার সাহস পায় না।’
এসব অভিযোগের বিষয়ে উমামা ফাতেমার মন্তব্য পাওয়া যায়নি। তবে সুফিয়া কামাল হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সালমা নাসরিনের দাবি, এই অভিযোগ বাস্তবতা বিবর্জিত। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘হলের সিট নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমাদের আবাসিক শিক্ষকদের ওপর। কোনো ছাত্রীর কাছে হলের কোনো বিষয়ের নিয়ন্ত্রণ নেই। এসব অভিযোগের কোনো বাস্তবতা নেই। এরা কোথায় থেকে এসব মন্তব্য পায় তা আমরা জানি না।’
আপনার মূল্যবান মতামত দিন: