শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা সভা


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৭:৫৭

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ২০:০৩

ছবি সংগৃহীত

রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে একটি বিশেষ ফিকহী (ইসলামি আইনশাস্ত্র বিষয়ক) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুকুক বলা হয় মূলত একটি ইসলামী আর্থিক পদ্ধতি—যেখানে শেয়ার বা বন্ডের পরিবর্তে প্রকৃত সম্পদের অংশীদারিত্বের ভিত্তিতে অর্থায়ন করা হয়।

অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মুফতিরা (ইসলামী আইন বিশেষজ্ঞ) প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের অন্যতম ইসলামি অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে (সিআইইএস) এ মজলিস অনুষ্ঠিত হয়।

প্রথমেই সুকুক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইএস-এর প্রিন্সিপাল ড. মুফতি ইউসুফ সুলতান। পরে উপস্থিত শরিয়া বিশ্লেষক ও মুফতিগণ আলোচনায় অংশ নেন।

আলোচনায় সরকারি সুকুক বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি এর শরিয়াহ ও গভর্নেন্স সম্পর্কিত কিছু আপত্তি ও ত্রুটি উঠে আসে। আলোচকরা এসব ত্রুটি সংশোধনের মাধ্যমে সরকারি সুকুককে আরও শরিয়া সম্মত ও জনগ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে সামাজিক ব্যবসা ও তার ইসলামি দৃষ্টিকোণ নিয়ে বিশদ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ও ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম।

তিনি প্রচলিত সামাজিক ব্যবসার বিকল্প হিসাবে ইসলামি অর্থনীতিতে সামাজিক ব্যবসার রূপরেখা উপস্থাপন করেন। উপস্থিত মুফতিগণ এর ওপর আলোচনা করে দেশে সামাজিক ব্যবসার ইসলামি বিকল্প প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচানায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শরিয়া পরামর্শক মুফতি শাহেদ রহমানী, মুফতি আতীকুর রহমান খান, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি মুহাম্মদ উল্লাহ, মুফতি আব্দুল মালেক, মুফতি আরিফুল ইসলাম, মুফতি লোকমান হাসানসহ দেশের বিভিন্ন ফতোয়া বিভাগের দায়িত্বশীল প্রায় ১৫ জন মুফতি।

অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে জোহরের নামাজের মাধ্যমে সমাপ্ত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top