বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা উমামার


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৭:১৮

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৮:০৮

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনের জন্য ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এসময় প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য তাদের অঙ্গীকারের কথা জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন উমামা। প্যানেলে মোট ছয়জন নারীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরাও রয়েছেন।

পূর্ণাঙ্গ প্যানেলে কে কোন পদে লড়বেন

সহ-সভাপতি (ভিপি)- উমামা ফাতেমা। সাধারণ সম্পাদক (জিএস)- আল সাদী ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাহেদ আহমদ।

অন্যান্য পদের মধ্যে- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- সুর্মী চাকমা সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিদ হাসান গবেষণা, প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে সদস্য পদে আছেন- নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

কমিটিতে ১৩ সদস্যের জায়গায় ১৪ জন থাকার বিষয়ে এজিএস প্রার্থী জাহেদ আহমদ ঢাকা মেইলকে বলেন, ‘যদি কেউ অসুস্থ হয় বা নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, সেজন্য আমরা একজন সদস্য বেশি রেখেছি। এটা আমাদের ব্যাকআপ প্ল্যান।’

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top